ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কক্সবাজারের সদর থানাধীন লাল দীঘিরপাড় এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী জিয়াউর র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ১০:২৫ রাত  

ছবি সংগৃহীত

কক্সবাজারের সদর থানাধীন লাল দীঘিরপাড় এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী জিয়াউর র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

 র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ  নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও  বিরাজমান নানাবিধ অপরাধ দমনে প্রত্যহ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে । একই সাথে বিভিন্ন অপরাধের ফলে দায়েরকৃত মামলার এজাহার নামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায়, কক্সবাজার জেলার রামু থানার মামলা নং-১/৬১২, তারিখ-০২/১১/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড মোতাবেক গুরুতর আঘাতের মাধ্যমে অঙ্গহানি ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী জিয়াউর রহমান’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত আসামী  আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে  অদ্য কক্সবাজারের সদর মডেল থানাধীন লাল দীঘিরপাড় অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে  ১২ ডিসেম্বর ২০২৩ তারিখ অনুমান ১৫.১০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি  আভিযানিক দল অভিযান পরিচালনা করে জিয়াউর রহমান (২৪), পিতা-নুরুল আলম, সাং-জুমছড়ি, ০২নং ওয়ার্ড, গর্জনিয়া ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী বলে স্বীকার করে এবং ঘটনার পর থেকে রামু’সহ জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীকে আইনের আওতায় আনার লক্ষ্যে  পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।