ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

চিলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

রিয়াদ বাবু,নিজস্ব প্রতিবেদক,চিলমারী:

 প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১২:৫৫ দুপুর  

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক সভাপতিত্ব করেন। 
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলে মিলেই কাজ করতে হবে।’
তিনি মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতনসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে সক্রিয় থাকার নির্দেশনা দেন।
সভায় বক্তব্য রাখেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, চিলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল বারী সরকার প্রমূখ।
এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।