সড়কে কাঁদলেন বাবা, চাইলেন ছেলে হত্যার বিচার
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১২:২৪ রাত

জোবায়ের আমিন হত্যা কাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও তদন্তের নেই কোন অগ্রগতি, জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা। তাই ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবিতে ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে দাড়িয়েছে এলাকাবাসী। মানববন্ধনে দাড়িয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে এক ষাটোর্ধ্বো ব্যক্তি বলছিলেন, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, ছেলে হত্যাকারীদের ফাঁসি চাই।’
রোববার সকাল ১০টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের সামনের রাস্তায় জোবায়ের আমিন হত্যাকারীদের বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে চিৎকার করে কাঁদতে কাঁদতে বিচার চাওয়া ওই ব্যক্তির নাম আব্দুল জলিল আমিন। তিনি নিহত জোবায়ের আমিনের বাবা।
গত বছরের ১৯ জুলাই রাতে ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার এক দিন পর কলেজ ছাত্র জোবায়ের আমিনের লাশ ভেসে ওঠে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে জোবায়ের আমিনের দুই বন্ধু মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদ (২১) নামে ও আরও ছয়-সাত অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যা মামলার এক বছরেও অদৃশ্য কারণে আসামিদের গ্রেফতার করা হয়নি। আগামী ৭দিনের মধ্যে মামলাভুক্ত আসামীদের গ্রেফতারের দাবি জানান তারা। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরে তদন্তাধীন রয়েছে।