ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নাশকতাকারীরা দেশের যে প্রান্তেই থাকুক গ্রেপ্তার করব : ডিবি হারুন

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৭:০৬ বিকাল  

ছবি সংগৃহীত

নাশকতাকারীরা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, নাশকতাকারীদের অনেকের নাম আমরা পেয়েছি, অনেককে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান চলছে ,বাকিরাও শিগগিরই গ্রেপ্তার হবে। বিভিন্ন থানায় হওয়া মামলাগুলো তদন্ত করা হচ্ছে।

অবরোধে বাসে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি জায়গায় থানা পুলিশ, ডিবি পুলিশ টহল দিচ্ছে, মোবাইল কোর্ট চলছে। আমরা চেকপোস্ট বসাচ্ছি। যারা বাসে আগুন দিচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসব।

ডিবিপ্রধান বলেন, তফসিলকে কেন্দ্র করে যারা এই ধরনের অপরাধী রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। ইসির অধীনে থেকে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করার জন্য আমরা একই কাজ করব এবং এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।

এর আগে, রোববার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন জানিয়েছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোর প্রয়োগ করা হবে।

তিনি বলেন, যারা চোরাগোপ্তা নাশকতা করছে, তারাও তাদের স্থান ও সময় পরিবর্তন করছে। তারা যে জিনিস দিয়ে নাশকতা করছে সেগুলোরও পরিবর্তন করার চেষ্টা করছে। এখন যারা যাত্রীবেশে চোরাগোপ্তা হামলা কিংবা নাশকতা করছে সেটি ১০০ ভাগ নির্মূল করা চ্যালেঞ্জিং। তবে আমাদের চেষ্টা আছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।