ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই লাখ টাকার জাল নোটসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০২:০৮ দুপুর  

ছবি সংগৃহীত

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে জাল টাকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

তারা হলেন, মো. নাবিল হোসেন, দ্বীন ইসলাম, আমির হোসেন ওরফে জয় ও গাজী সাব্বির মাহমুদ। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৯৫ হাজার টাকার জাল নোট, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত সিপিইউ, মনিটর, কিবোর্ড, প্রিন্টার, কাটার ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার (১০ নভেম্বর) লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালবাগ থানার ভাতের গলি এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে লাভবান হওয়ার জন্য জাল টাকা তৈরি করে তারা রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বাজারজাত করতো। তারা জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।