ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শেরপুর জেলার সদর থানাধীন ডাকপাড়া এলাকায় লক্ষাধিক টাকার মূল্যের ফেন্সিডিল পাঁচারকালে ০২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০১:১৭ দুপুর  

ছবি সংগৃহীত

র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর* এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানাধীন ডাকপাড়া এলাকা হতে আসামীদ্বয়কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি
ক। মোঃ সাকিব (২০)
খ। মোঃ ওয়াজেদ আলী (২০)

উদ্ধারকৃত মালামাল
ক। ফেন্সিডিল-১৯০ বোতল
খ। মোবাইল ফোন- ০৩ টি (সীমসহ)
গ। নগদ - ২৭৩৫/- টাকা
ঘ। স্কুল ব্যাগ- ০২ টি


অদ্য ২২/০৯/২০২৩ ইং তারিখ ১২:৪৫ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন ডাকপাড়া ব্যাঙের মোড়ে চেকপোষ্ট করাকালীন সিএনজির ভিতর থেকে লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাকিব (২০), পিতা- মোঃ আব্দুল বারী, মাতা-চেনা বানু, ২। মোঃ ওয়াজেদ আলী (২০), পিতা-মৃত দ্বীন মোহাম্মদ, মাতা-মোছাঃ জোনাকী বেগম, উভয় সাং-শাহানাবাদ, থানা- রাণীশৈংকেল, জেলা-ঠাকুরগাঁওদ্বয়কে ধৃত করে। উক্ত আসামীদ্বয়ের নিকট হইতে ১৯০ (একশত নব্বই) বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ০৩ টি মোবাইল সেট (সীমসহ), স্কুল ব্যাগ ০২ টি, নগদ-২৭৩৫/- টাকা জব্দ করে। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল এর আনুমানিক অবৈধ বাজার মূল্য = ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা।

আইনানুগ ব্যবস্থা:  অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।