ঢাকা, মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ১৩, ২০২৪, ০৯:৪৫ সকাল  

ছবি সংগৃহীত

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিতব্য  টেস্ট সিরিজের  সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবি আরও জানিয়েছে, শ্রীলংকা সফরে এক ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে আফগানিস্তান। 

শ্রীলংকা সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষেও এক ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ২ ফেব্রুয়ারি থেকে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট শুরু করবে আফগানিস্তান। সেটি হবে আফগানদের ইতিহাসে অষ্টম টেস্ট।   শ্রীলংকার বিপক্ষে ৯ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ও ১৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। 

শ্রীলংকা সফর শেষে ২৮ ফেব্রুয়ারি থেকে আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১টি টেস্ট খেলেছে তারা। ২০১৯ সালের মার্চে ভারতের দেহরাদুনে অনুষ্ঠিত ঐ টেস্ট ৭ উইকেটে জিতেছিলো আফগানরা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ মার্চ থেকে ওয়ানডে ও ১৫ মার্চ থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।