ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাইবান্ধায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনী 

নিজস্ব প্রতিবেদক:

 প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০২:২৯ দুপুর  

'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে । 
জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন গাইবান্ধা এর যৌথ আয়োজনে সোমবার সকালে স্বাধীনতা প্রাঙ্গণে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ,কে,এম হেদায়েতুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক মো: খোরশেদ আলম, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান,
সামাজিক বনায়ন জোন গাইবান্ধা এর রেঞ্জার এএইচএম শরিফুল ইসলাম মন্ডল প্রমূখ। 
 
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা মেলা ১১-১৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাস্তবায়ন হবে।