ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মন্দিরে বিয়ে করলেন দুই তরুণী

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ২৬, ২০২৪, ১০:০৫ রাত  

ছবি সংগৃহীত

দীর্ঘদিনের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় মন্দিরে বিয়ে করেছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রতিমা বিশ্বাস এবং পপি মণ্ডল নামের দুই তরুণী।

শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিভি নাইন-বাংলা।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংরেজ বাজারে মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালী মন্দিরে হাতে শাঁখা-পলা, মালাবদল ও সিঁদুর দানের মাধ্যমে বিয়ে করেছেন দুই তরুণী। এই ঘটনার সময় উপস্থিত ছিলেন অঞ্চলের মানুষেরা।

জানা গেছে, পপি ও প্রতিমার সম্পর্ক দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বন্ধুত্ব। পরে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। এরপর একসঙ্গে থাকার পরিকল্পনা থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

পপি মণ্ডল বলেন, আমাদের দুই বছরের সম্পর্কের বিষয়ে পরিবারকে অনেকবার বলেছি কিন্তু তারা আমাদের সম্পর্ক মেনে নেননি। তাই দুজনে বিয়ের সিদ্ধান্ত নিলাম। পড়ালেখা করেছি, চাকরি করে বাসা ভাড়া নিয়ে দুজন একসঙ্গে থাকাব।

প্রতিমা বলেন, দুজনে সিদ্ধান্ত নেই পালিয়ে বিয়ে করবো। আজ তা করে নিলাম। আমরা সমাজের সমালোচনার ভয় পাইনা। বিয়ের মাধ্যমে ভালোবাসা পূর্ণতা লাভ করেছে, এতেই আমরা খুশি।

এর আগে, ২০২৩ সালের মে মাসে বিয়ে করে আলোচনায় এসেছিলেন পশ্চিমবঙ্গের মৌমিতা মজুমদার ও মৌসুমী দত্ত নামে দুই তরুণী।