ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৪ জন নিহত

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ০২, ২০২৪, ০১:৫৭ দুপুর  

ছবি সংগৃহীত

জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া এলাকায় শক্তিশালী ভূমিকম্পে একের পর এক ভবন ধসে ও আগুনে অন্তত ২৪ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে দেশটির জাতীয় বার্তা সংস্থা ‘কিয়োদো’ এ কথা জানিয়েছে। 

ভূমিকম্পের কারণে বিখ্যাত পর্যটন কেন্দ্র ওয়াজিমা মর্নিং মার্কেটে বড়ো ধরনের অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় দু’শো ভবন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ভবন ধসেও পড়েছে। এতে ১৪ জন চাপা পড়েছে।ভবন ধস কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নিগাটা, টয়ামা, ফুকুল ও গিফু এলাকায় উল্লেখযোগ্য সংখ্যাক লোক আহত হয়েছে। 

উদ্ধারের সময় পেরিয়ে যাচ্ছে উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, সরকার ইতোমধ্যে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠিয়েছে। সরকার সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন বছরের প্রথম দিন সোমবার জাপানে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৬ ভাগ।