ঢাকা, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মো.মনজুর কাদির মুকুল (পলাশবাড়ী), গাইবান্ধা :

 প্রকাশিত: জুলাই ০৩, ২০২৫, ০৮:৫৭ রাত  

গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে ওই ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা মো. মতিউর রহমানের সভাপতিত্বে সংগঠনের নেতাকর্মীর পদচারণায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনি আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ (অব.) মাওলানা নজরুল ইসলাম লেবু।

ঠুটিয়াপাকুর আলহাজ্ব একরাম উদ্দিন দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আবুবক্কর সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা বেলাল উদ্দিন সরকার, আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মো.আবু তালেব মাস্টার, উপজেলা জামায়াত (যুব বিভাগ) সভাপতি ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. শামীম হাসান, সেক্রেটারি (যুব বিভাগ) মো.হাফিজুর রহমান বেলাল, বায়তুলমাল সেক্রেটারি মাহমুদুল হাসান পলাশ।

উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত ছাড়াও সহযোগী অন্যান্য সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃ-বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনার উদাত্ব আহ্বান জানানো হয়।
বক্তারা ইসলামী রাজনীতির গুরুত্ব ও দায়িত্বশীলতার বার্তা তুলে ধরেন।শেষে বিশেষ দো’আ ও মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।