ঢাকা, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বিতর্কিত ফেসবুক পোস্টে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত, বরখাস্ত তাপসী ঊর্মি

নিজস্ব প্রতিবেদক:

 প্রকাশিত: জুলাই ০৩, ২০২৫, ১১:৪৪ রাত  

লালমনিরহাট জেলা প্রশাসনের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি অবশেষে সরকারি চাকরি থেকে বরখাস্ত হলেন। আজ (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চূড়ান্ত আদেশ (প্রজ্ঞাপন) জারি করা হয়েছে।

সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে—
“অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত করার মতো গুরুদণ্ড কার্যকর করা হয়েছে।”

তাপসী ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছিল ২০২৪ সালের ৯ অক্টোবর। অভিযোগপত্রে বলা হয়, তিনি ফেসবুকে আন্দোলনের এক নিহত কর্মীকে “সন্ত্রাসী” হিসেবে উল্লেখ করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।

ওই পোস্টের পরপরই প্রশাসনের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি আদালতে হাজির হয়ে জামিনে মুক্তি পান।

বাদীপক্ষ এজাহারে দাবি করে—
“একজন সরকারি কর্মকর্তা হয়েও এমন বক্তব্য ফেসবুকে প্রচার সরকারবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার সামিল।”

উল্লেখ্য, তাপসী ঊর্মি ২০২২ সালের ৮ ডিসেম্বর লালমনিরহাট জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তবে ব্যক্তিগত মত প্রকাশ ও বিতর্কিত বক্তব্যের কারণে শেষ পর্যন্ত তার সরকারি চাকরির ইতি ঘটল।