ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

জনগণ ৭ জানুয়ারি গণকারফিউ প্রত্যাশা করছে : জয়নুল আবদিন

নিউজ ডেক্স

 প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৪, ০১:৫৭ দুপুর  

ছবি সংগৃহিত

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে জনগণ গণকারফিউ কর্মসূচি প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ লিফলেট বিতরণ করে জনগণের ভালো সাড়া পেয়েছে বিএনপি। জনগণ বলছে- ১৯৯৬ সালে খালেদা জিয়ার সরকারের সংবিধান রক্ষার নির্বাচনের সময় শেখ হাসিনা ভোটের দিন গণকারফিউ দেয়ার কথা বলেছিলেন।’

বৃহস্পতিবার  ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, ‘আমরা মনে করি, দেশে গণতন্ত্র ফেরানোর জন্য এবং মানবাধিকার ফেরানোর জন্য বিএনপি যে আন্দোলনে আছে এই আন্দোলন চলবে। তাতে সরকার বাধ্য হবে ‘একদলীয় ডামি’ নির্বাচন বাতিল করতে।’

এসময় জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল রানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট,তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, মৎসজীবি দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, মহিলা দলের নেত্রী ফারজানা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন