ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কারফিউ জারিসহ এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় 

গোলাপগঞ্জে এনসিপি'র জুলাই পদযাত্রায় নিষিদ্ধ আওয়ামী সমর্থকদের হামলা

নিজস্ব প্রতিবেদক:

 প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:৫৭ বিকাল  

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে কারফিউ জারি করেছে প্রশাসন। রাত্রি আটটা থেকে ২২ ঘন্টার কারফিউ জারি থাকবে বলে প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে। 
জাতীয় নাগরিক পার্টির  (এনসিপি) পূর্ব-নির্ধারিত জুলাই পদযাত্রার কর্মসূচীর সমাবেশকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা ভোর থেকেই গোপালগঞ্জের সড়কে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্নসহ পুলিশ এবং ইউএনও'র গাড়ী ভাঙচুর ও হামলা চালিয়েছে। গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নিতে এনসিপি নেতৃবৃন্দ সড়ক পথে বরিশাল থেকে রওনা হয়ে গোপালগঞ্জ পৌঁছানোর কিছু সময় আগেই এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়ে মঞ্চে থাকা সাউন্ট সিষ্টেমসহ চেয়ার টেবিল ভাংচুর ও ব্যানার ছিড়ে ফেলে পালিয়ে যায় । পরে ওই মঞ্চে গিয়ে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয় হাসনাত আবদুল্লাহ, মূখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  সমাবেশ শেষে ফেরার পথে আবারো আওয়ামী লীগ সমর্থকরা এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা করে এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এনসিপি নেতৃবৃন্দকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। দফায় দফায় এই হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকরা আহত হয়েছেন বলে একাধিক গণমাধ্যমে উঠে এসেছে। 
এনসিপি'র নেতৃবৃন্দ বক্তব্য শেষে মঞ্চ থেকে নেমে গাড়ীতে উঠার সময় তাদের উপর হামলা করে আওয়ামী লীগের সমর্থকরা। পরে সেনা বাহিনীর সহযোগিতায় বিকেল পাঁচটার দিকে এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জ নিরাপদে ত্যাগ করেছে। 
আওয়ামী লীগের এই হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যর নুরুল হক নুর। এছাড়াও সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের এই হামলার ঘটনাটি অগ্রহনযোগ্য এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।  
সাধারণ মানুষের অভিমত হচ্ছে, গোপালগঞ্জে এনসিপি'র শান্তিপূর্ণ জুলাই পদযাত্রার সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের হামলা দেশকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা।