মোংলায় "উপজেলা ভূমি কমিটি" গঠন
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৫:৫২ বিকাল

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন করা হয়।
ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগীতায় ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায়, মোংলার হোটেল টাইগারে ৩০ জন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ‘মোংলা উপজেলা ভূমি কমিটি ’ গঠন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ এর কনসোর্টিয়াম, ফিশনেট প্রকল্পের সমন্বয়কারী মোঃ রকিবুল হাসান, প্রকল্প সম্পর্কে আলোচনা করেন উত্তরণ এর ফিশনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রেজয়ানুল হক চৌধুরী
ভূমি কমিটি লক্ষ্যও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন উত্তরণ এর সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জোমাদ্দার। তিনি ভূমি কমিটি গঠনের প্রেক্ষাপট ও ভূমি কমিটি গঠনতন্ত্র সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ও দাবী আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। উত্তরণ প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিহীন মানুষের অধীকার আদায়ের জন্য কাজ করছে। উত্তরণ শ্রেনী বৈষম্যহীন সমাজ গড়ায় বিশ্বাসী। ভূমিহীনদের খাস জমির অধিকার আন্দোলনের জলন্ত উদাহরণ ১৯৯৭ সালের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার আন্দোলন।
সভায় ৩৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং আলাপ আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন হয়। কমিটি হলো- সভাপতি মোক্তার আলী হাওাদার, সহ-সভাপতি জাহানারা, মাষ্টার হাবিবুর রহমান, বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, জামাল ফকির, কমলা সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ শেখ, সহ- সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খান, আইন সহয়তা বিষয়ক সম্পাদক এ্যাড. সার্বেভৌম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক কনিকা মন্ডল, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক আবু হোসেন সুমন, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক দিপিকা মন্ডল, অফিস ও ডকুমেন্টশন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান কামাল, কার্যনির্বাহী বিষয়ক সম্পাদক জানে আলম বাবু, সুলতান শেখ, তাসলিমা বেগম,লিটন শেখ, ইউনুছ আলী কমান্ডার, হালদার চিরানন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান, এ্যাডভোকেসী অফিসার, ফিশারনেট প্রকল্প, উত্তরণ।