ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নড়াইলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৩, ১২:৩৩ রাত  

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা কে বিজয়ী করতে নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে বর্ধিত সভা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


     নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এ্যাডঃ অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক  এ্যাডঃ ওমর ফারুক,চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ ভূইয়াসহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও চেয়ারম্যানরা উপস্থিত  ছিলেন।