ময়মনসিংহ জেলা আনসার ও ভিডিপি'র অধীনে ২৮ দিন মেয়াদি প্রশিক্ষন কোর্সের সমাপনী
প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ০৬, ২০২৫, ০৭:৫৮ বিকাল

কৃতি প্রশিক্ষনার্থীকে ট্রফি পরিয়ে দিচ্ছেন রেঞ্জ ডিডিজি মো. আবদুল আউয়াল।
ময়মনসিংহ জেলা আনসার ও ভিডিপি'র অধীনে ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড কোর্স-২০২৫ প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ০৬(এপ্রিল) মঙ্গলবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ কমান্ডার ও উপ-মহাপরিচালক মো: আবদুল আউয়াল , বিভিএম-পিভিএমএস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: রবিউল ইসলাম,পিভিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ পরিচালক সঞ্জয় চৌধুরী।
প্রধান অতিথি রেঞ্জ উপ-মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। একই সাথে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। সফলভাবে প্রশিক্ষণ শেষ করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ রবিউল ইসলাম প্রশিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "উক্ত প্রশিক্ষণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে হবে, স্বেচ্ছাসেবী এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে হবে।
পরে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ, ভাতা ও কৃতি প্রশিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।