ঢাকা, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সংস্কার প্রস্তাবে কোথায় একমত হচ্ছি বা হচ্ছি না, তা সরকার প্রকাশ করুক : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিডি ট্রিবিউন টোয়েন্টিফোর রিপোর্ট :

 প্রকাশিত: জুলাই ০১, ২০২৫, ১০:৫৬ রাত  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাই নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি। ভুল বোঝার কারণ নেই।

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সংস্কারের কথা বলা হচ্ছে সেই সবগুলোই ভিশন ২০৩০-এ আছে। সুকৌশলে অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল  মিডিয়া গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, বিএনপি সংস্কার মানছে না। কিন্তু তারা দেখুক প্রায় সবগুলোতে একমত বিএনপি। সংস্কার প্রস্তাবে কোথায় একমত হচ্ছি বা হচ্ছি না, তা সরকার প্রকাশ করুক। এটা তাদের দায়িত্ব। ফোকলা রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে.... যেন পরবর্তী সরকারের জন্য তা কঠিন হয়ে যায়। তারপরও যুদ্ধ করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে।

বিএনপি মহাসচিব বলেন, যেহেতু বিএনপি বড় দল, তাই বিনা কারণে বিএনপিকে দোষারোপ করে কোনো ঐক্যের ডাক সহায়ক হবে না। ঐক্যের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই।