ঢাকা, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৯৯ বোতল স্কাফ সিরাপসহ আটক-১

বিডি ট্রিবিউন টোয়েন্টিফোর রিপোর্ট :

 প্রকাশিত: জুলাই ০১, ২০২৫, ০২:৪২ দুপুর  

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৯ বোতল স্কাফ সিরাপসহ এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। 
আটককৃত আসামি ইব্রাহীম রনি (২৮) কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মহেশপুর গ্রামের রাশেদের ছেলে। 

সোমবার (৩০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই সাইফুল ইসলাম, এসআই লিটন ও এএসআই শাহপরাণের নেতৃত্বে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিকে তল্লাশি চালিয়ে ৯৯ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।