ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

দেশের ৩৭১টি হাওরের সীমানা নির্ধারণ হওয়া উচিত: উপদেষ্টা রিজওয়ানা

বিডি ট্রিবিউন টোয়েন্টিফোর রিপোর্ট :

 প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১১:০২ রাত  

দেশের ৩৭১টি হাওরের সীমানা নির্ধারণ হওয়া উচিত। যেসব হাওর মাছের আধার, সেখানে সার ও কিটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি। এমনটা বলেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৩০ জুন) বিকেলে রাজধানীর পানি ভবনে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ নিয়ে জাতীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অনিয়ন্ত্রিত পর্যটন ব্যবসার কারণে মাছ উৎপাদন ও মৎসজীবীদের ওপর প্রভাব পড়ছে। হাওরে পর্যটন ব্যবসা নিয়েও আলোচনা করতে হবে। পরিবেশ দূষণ হয় এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে।

নদীর মত হাওরও জীবন্ত সত্তা উল্লেখ করে তিনি বলেন, এক মাসের মধ্যে মাস্টারপ্ল্যান ওয়েবসাইটে দেয়া হবে। মাস্টারপ্ল্যানের শর্ট ভার্সন করে জনগণের মাঝে বণ্টন করতে হবে। হাওর এলাকায় বনায়নে আলাদা বাজেট দেয়া হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।