ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ফারুকী বিপদমুক্ত, দরকার বিশ্রাম

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪, ০৮:৩৫ রাত  

ছবি সংগৃহীত

খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টি জানান।

স্ট্যাটাসে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হাদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করেছেন। তাদের ফোন, মেসেজের জবাব দিতে পারিনি। সেজন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।’

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুকী।