ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

তিন ভাইকে কুপিয়ে হত্যা, ১১ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১১:৫৭ রাত  

দীর্ঘ ১১ বছর পরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার চাঞ্চল্যকর একই পরিবারের ০৩(তিন) কৃষক হত্যা মামলারমৃত্যুদন্ডপ্রাপ্ত অন্যতম প্রধান আসামী মোঃ এরশাদ আলী(৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

 

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর। প্রতিষ্ঠালগ্নথেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা বিশ্বাসের প্রতীক। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি সন্ত্রাস, ধর্ষন, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যাদেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

 

উল্লেখ্য, বিজ্ঞ আদালতের রায় পর্যালোচনা জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ২২/০১/২০০৬ ইংতারিখে সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময়  ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার চোরের ভিটা গ্রামের একই পরিবারের ০৩জন সদস্য হরিদাশ সূত্রধর(৩৮), বিমল সূত্রধর(২৫) এবং নিরঞ্জন সূত্রধর(৪০) কে ধৃত আসামী ১। এরশাদ আলী (৪৫), পিতাঃওমর আলী, সাং-চোরের ভিটা, থানাঃ ধোবাউড়া, জেলাঃ ময়মনসিংহ সহ তাহার আত্নীয় স্বজন মিলে নিহতদের বসতবাড়িতে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনাস্থলে ০২ জন হরিদাশ সূত্রধর(৩৮) বিমলসূত্রধর(২৫) মারা যায় এবং আহত নিরঞ্জন সূত্রধর(৪০) হাতাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮/০২/২০০৬খ্রি. তারিখেমৃত্যুবরণ করেন। পরবর্তীতে মৃতের ভাই শ্যামল সূত্রধর(৪০) ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যা ধোবাউড়াথানার মামলা নং- ()০৬ তারিখ ২৩/০১/২০০৬খ্রি. ধারা-১৪৭/১৪৯/৪৪৭/৩২৫/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড।পরবর্তীতে দীর্ঘ ০৬ বছর মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকার পরে গত ১৪/১০/২০১২খ্রি. তারিখে বিজ্ঞ আদালত উক্তমামলায় রায় প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব অত্র মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত অন্যতম পলাতক প্রধান আসামীএরশাদ আলী(৪৫) কে গ্রেফতার করে।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে আসামিদের অবস্থান সনাক্তেরমাধ্যমে অদ্য  ১৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ রাত্রি ০০.১৫ ঘটিকার সময় নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন বারইপাড়াএলাকা হতে কৃষক হরিদাশ সূত্রধর(৩৮), বিমল সূত্রধর(২৫) এবং নিরঞ্জন সূত্রধর(৪০) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতকঅন্যতম প্রধান আসামী ১। এরশাদ আলী (৪৫), পিতাঃওমর আলী, সাং-চোরের ভিটা, থানাঃ ধোবাউড়া, জেলা: ময়মনসিংহকে  গ্রেফতার করতে সক্ষম হয়।

 

ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হইয়াছে।