ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মিরপুরে বেড়ীবাঁধ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার

বিডি ট্রিবিউন টোয়েন্টিফোর রিপোর্ট :

 প্রকাশিত: জুলাই ০৩, ২০২৫, ১২:৪৮ রাত  

ঢাকায় মিরপুরে বেড়ীবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত  জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ একর জায়গা উদ্ধার করেছে।

আজ সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলামের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। এ অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন,  বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করে।  বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত মিরপুর বেড়িবাঁধ এলাকার ভূমি উপর থেকে অবৈধ স্থাপনা অপসারনের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে মিরপুর বেড়ীবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর থাকা অবৈধ স্থাপনা সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রায় ৩ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়।