ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বিতর্কের মুখে অজি তারকা

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ১১:০১ রাত  

ছবি সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর। ৫০ ওভারের এই মহাযজ্ঞের এবারের আসর বসেছিল ভারতে। গত ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরু হয়। আর রোববার (১৯ নভেম্বর) ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা উল্লাসের মধ্য দিয়ে পর্দা নামে বৈশ্বিক এই মহারণের। রেকর্ড ষষ্ঠবার শিরোপা তোলার দিনে চরম বিতর্কের মুখে অস্ট্রেলিয়া।

সদ্য জেতা সোনালী ট্রফিতে পা তুলে অজি তারকা মার্শকে বিশ্রাম নিতে দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আর বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা। এ নিয়ে অস্ট্রেলিয়ার সংস্কৃতিও প্রশ্নের মুখে পড়েছে।

মার্শের এই আচরণকে ‘অসম্মানজনক’ বলছেন নেটিজেনরা। এমন ঘটনা ঘটিয়ে ট্রলের মুখে পড়েছেন মার্শ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের ভাষ্য, ট্রফিতে পা দেওয়ার মতো কাজ কী করে করলেন মার্শ! প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কেউ-কেউ।

এদিকে মার্শকে সমালোচনা করে অনেকেই ১৯৮৩ বিশ্বকাপের নায়ক কপিল দেবের উদাহরণ টেনেছেন। বিশ্বকাপ জিতে তা মাথায় তুলে নিয়েছিলেন হরিয়ানা হ্যারিকেন।

অন্যদিকে ২০২২ ফিফা বিশ্বকাপ জিতে ট্রফিকে নিজের সন্তানের মতো বুকে আগলে ঘুমিয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।