আনসার ও ভিডিপি'র উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত ১৫ জন কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান
প্রধান প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ০৬, ২০২৫, ০৮:২৯ রাত

ছবি: মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ,এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি পদোন্নতি প্রাপ্ত উপ-পরিচালক মো: রেজাউল ইসলাম পিভিএম কে বাহিনীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত পনের জন কর্মকর্তার ‘র্যাংক ব্যাজ’ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০৬ আগস্ট বুধবার সকালে বাহিনীর সদর দপ্তরে মহাপরিচালকের কনফারেন্স রুমে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদেরকে বাহিনীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। দেশের প্রতিটি ক্ষেত্রে এই বাহিনীর গৌরবময় ভূমিকা রয়েছে।
মহাপরিচালক তার বক্তব্যে- পদোন্নতি প্রাপ্ত উপপরিচালকদের কর্মময় জীবনের স্বীকৃতি স্বরুপ দায়িত্ব পালনের এই সাফল্য বাহিনীতে ভবিষ্যতে আরও উচ্চতর দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন সম্ভাবনাকে উৎসাহিত করবে।
ছবি: মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ,এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি পদোন্নতি প্রাপ্ত উপ-পরিচালক মো: রেজাউল ইসলাম পিভিএম কে বাহিনীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।