ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতীয় নির্বাচন ২০২৪

মেননের আসনে পরিবর্তন

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ১০:৪০ রাত  

ছবি সংগৃহীত

ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বরিশাল–৩ নয়, বরিশাল–২ আসন থেকে নির্বাচন করবেন। শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে জোটের প্রার্থী হিসেবে তাকে নৌকা প্রতীকে নির্বাচন করার কথা জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার তাকে বরিশাল–৩ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। অবশ্য মেনন বরিশাল–২ ও ৩ আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এদিকে বরিশাল–২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস। এখন ১৪ দলের প্রার্থী হিসেবে রাশেদ খান মেনন ওই আসন থেকে নির্বাচন করলে তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন।

রাশেদ খান মেনন শুক্রবার বলেন, তিনি এখন তার পুরনো বরিশাল–২ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। রাশেদ খান মেনন ১৯৭৯, ১৯৯১ সালে বরিশাল–২ আসনে নির্বাচন করেছিলেন।