ঢাকা, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

কুমিল্লায় কাউন্সিলরের অফিসের সামনে ফাঁকাগুলি ও ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২৪, ১২:৪০ রাত  

ছবি সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমানের অফিসের সামনে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েক দফা অস্ত্রের মহড়া দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর গোবিন্দপুর খলিফা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কাউন্সিলর আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার বিকেলে হঠাৎ একদল দুর্বৃত্ত আমার কার্যালয়ের সামনে এসে ফাঁকাগুলি ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আমি সেসময় এলাকার বাইরে ছিলাম। পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

তিনি আরও বলেন, দুর্বৃত্তদের উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা। তারা আমার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করেছে। আতঙ্ক সৃষ্টি করাই তাদের লক্ষ্য ছিল। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।