প্রতীকী ছবি
বিডি ট্রি.২৪ নিউজ ডেস্কঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও জনগণকে নিরাপদ রাখতে একটি গাইডলাইন জারি করেছে সরকার। আজ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইস্যু করা এই গাইডলাইন জারি করা হয়।
এতে বলা হয়, শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আবশ্যই মাস্ক পরতে হবে। কোভিড টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হওয়ার আলাদা আলাদা পথ রাখতে হবে।
advertisement
এছাড়া অনুষ্ঠানস্থলে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার বা স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। অনুষ্ঠানস্থলের ধারণ ক্ষমতার অর্ধেক বা তারও কম সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠান করতে হবে।
এ ছাড়া, সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবে না বলেও গাইডলাইনে উল্লেখ করা হয়। সূত্রঃ আমাদের সময়
Leave a Reply