হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।ফাইল ছবি
বিডি ট্রি. নিউজ ডেস্কঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রার চালানসহ পাচার চক্রের আবদুল কাদের রিয়াদ নামে এক সদস্যকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত শুক্রবার রাতে তাকে আটকের পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, যাত্রীর লাগেজ তল্লাশি করে থেকে এক কোটি ৩০ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় গত শনিবার একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইগামী যাত্রী ছিল রিয়াদ। সুনির্দিষ্ট তথ্য পেয়ে তাকে আটকের পর তার কাছ থেকে বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। সূত্রঃ আমাদের সময়
Leave a Reply