চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা । ছবি : সংগৃহীত
বিডি.ট্রি.২৪ ডেস্কঃ
বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। হুঁশিয়ারি সত্ত্বেও মঙ্গলবার রাতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে তাকে তলব করা হয়।
তাইপে অবতরণের পর থেকেই ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে বেইজিং। এরই অংশ হিসেবে নিকোলাসকে তলব করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই সময়ে পেলোসির তাইওয়ান সফরের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে দাবি চীনের। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী জি ফেং বলেন, কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও সফরের পরিণতি ভালো কিছু বয়ে আনবে না। কারণ চীন অলসভাবে বসে থাকবে না।বর্তমানে তাইওয়ানে থাকা পেলোসি দেশটির প্রেসিডেন্ট এবং আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। টুইট বার্তায়ন পেলোসি বলেন, এই সফরের মধ্য দিয়ে তাইওয়ানের গতিশীল গণতন্ত্রের প্রতি, যুক্তরাষ্ট্রের অবিচল প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তার প্রতিনিধি দল।
তাইওয়ানকে নিজেদের অবিচ্ছিন্ন অংশ বলে দাবি করে চীন। যদিও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখে তাইওয়ান। বেইজিংয়ের আপত্তি সত্ত্বেও বিগত ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে দ্বীপটিতে সফর শুরু করেছেন ন্যান্সি পেলোসি। আমাদের সময়
Leave a Reply