ছবি-সংগৃহীত
বিডি.ট্রি. ২৪ বার্তা ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যান অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম ও তাদের ছয় বছর বয়সী এক মেয়ে। ওই সময় রাস্তাতে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা শিশু। সেই শিশুটির নতুন ঠিকানা এখন রাজধানীর মিরপুরে অবস্থিত ‘ছোট্টমণি নিবাসে’।
আগামীকাল শুক্রবার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে সেখানে পাঠানো হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি জানান, জেলা প্রশাসন, ত্রিশাল উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের একাধিক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নবজাতকের দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, ‘ছোট্টমণি নিবাসে আগামী ৫ থেকে ৬ মাস থাকবে আমার নাতি। এই সময়টাতে অভিভাবক হিসেবে যে কোনো সময় তাকে দেখতে যেতে পারব’।
তিনি আরও বলেন, আমার বাড়ির পরিবেশ ভালো না থাকায় ডিসি স্যার আমার বাড়িতে দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর করে দিবেন বলে জানিয়েছেন। এরপর নাতনিকে বাড়ি নিয়ে আসবো।
এর আগে গত ১৬ জুলাই বিকালে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারান উপজেলার রায়মণি এলাকার জাহাঙ্গীর আলম (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। দুর্ঘটনার সময় রাস্তাতে জন্ম নেয় এক কন্যা শিশু। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয় নগরীর বেসরকারি লাবীব হাসপাতালে। সেখানে জন্ডিসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসা দেয়া হয়। সূত্রঃ বিডি. প্রতিদিন
Leave a Reply