ছবি-সংগ্রহীত
নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের একান্ত সহকারী সচিব এএইচএম আশিকুজ্জামান শাওনের নানা নওগাঁ জেলার সদরের মাস্টারপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবু নাসের মোহাম্মদ মোজাম্মেল হক (১০২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার (১ জুলাই) এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শুক্রবা সন্ধ্যায় রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শোক বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Leave a Reply