আটক বাবা ও ছেলে । ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্কঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা কোঁচকুড়িপাড়া মহল্লার নিয়ম হোসেন (২৪) ও তার বাবা রেজাউল করিম (৪৫)।
আজ বুধবার সকালে সান্তাহার পুরাতন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি উপজেলার সান্তাহার পুরাতন বাজার এলাকায় বিসমিল্লাহ ফামেসির সামনে ট্যাপেনটাডোল ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছেন এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামী নিয়ম হোসেনের দেহ তল্লাশি করে ১০পিস এবং তার বাবা রেজাউল করিমের থেকে ৫পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সূত্রঃ আমাদের সময়
Leave a Reply