ছবি : সিএনএন
অনলাইন ডেস্ক:
চীনের অন্যতম বাণিজ্যিক নগরী সাংহাইয়ে একটি বৃহৎ পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার ভোর ৪টার দিকে সেখান আগুন লাগে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন সাইনোপ্যাক পেট্রোকেমিক্যাল কারখানা নগরীর জিনশানে অবস্থিত। প্রতিষ্ঠানটি এক জানিয়েছে, এ ঘটনায় তাদের একজন গাড়ি চালক নিহত ও একজন কর্মী আহত হয়েছেন।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কারখানার ইথিলিন গ্লাইকল স্থাপনার অংশে আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৬ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পান তারা। সাংহাইয়ের দমকল বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে পাঁচ শতাধিক কর্মী পাঠানো হয়েছে। এর আগে ড্রোন থেকে নেওয়া ভিডিও ফুটেজে দেখা যায়- আগুনের কালো ধোঁয়া অনেক উঁচুতে পৌঁছে যায়। এ সময় শহরের উঁচু ঘর-বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন পড়ে।
চীনের অর্থনীতির প্রাণকেন্দ্র সাংহাই। সম্প্রতি এই শহরটি করোনা মহামারিজনিত কঠোর একটি লকডাউন পার করেছে। সাইনোপ্যাক জানিয়েছে, এ অগ্নিকাণ্ডের পরিবেশগত প্রভাব পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ঘটনাস্থলের আশপাশের জলাভূমির পরিবেশের কোনো ক্ষতি রেকর্ড হয়নি।
সূত্র: আমাদের সময়
Leave a Reply