আটক ইউসুফ নবী রুবেল- ছবি : সংগৃহীত
বিডিটি ২৪ নিউজ ডেস্ক:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন এক ব্যক্তি। তাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পূর্ব সোনাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুপালি বেগম (১৯) কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর এলাকার সিরাজ মিয়ার মেয়ে। অভিযুক্তের নাম ইউসুফ নবী রুবেল।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় রুবেল-রুপালির। বিয়ের পর রুবেল অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। ফোনে কথা বলতেন। রুপালি তাকে বিভিন্ন সময় বাধা দেন। এ নিয়ে প্রায়ই তাকে মারধর করতেন রুবেল। গতকাল রাতে তাদের মধ্যে কাটাকাটির একপর্যায়ে ওড়না দিয়ে রুপালির হাত-পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন রুবেল। পরে রুবেলের মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে আটক করে পুলিশে খবর দেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তারা আইনি ব্যবস্থা নিচ্ছেন।
সূত্র: আমাদের সময়
Leave a Reply