1. admin@bdtribune24.com : admin :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

  • আপডেট সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৭৮ বার পঠিত

উদ্ধারকারী হেলিকপ্টার- ছবি : সংগৃহীত

 

বিডিটি ২৪ নিউজ ডেস্ক:

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। শনিবার টাস্কানি ও এমিলিয়া রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে চারজন তুরস্কের নাগরিক, দুজন লেবাননের এবং একজন ইতালীয় পাইলট। খবর এপি ও রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ঝড়ের সময় উত্তর-মধ্য ইতালির একটি পাহাড়ের ঘন জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তাদের প্রাণহানি ঘটে।

অনুসন্ধানে নেতৃত্বদানকারী বিমান বাহিনীর উদ্ধার সমন্বয় ইউনিটের প্রধান আলফোনসো সিপ্রিয়ানো বলেন, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে নিখোঁজ হয়। এরপরই সন্ধানে নামে উদ্ধারকারী দল।

তিনি জানান, প্রথমে পাঁচজনের এবং পরে বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

সূত্র: আমাদের সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 BD Tribune 24
Theme Customized By Shakil IT Park