1. admin@bdtribune24.com : admin :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:১২ অপরাহ্ন

লালপুরে পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৯০ বার পঠিত

প্রতিকী ছবি

 

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি এবং ঠিকাদার শরিফুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (৫জুন) দুপুরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শুনানী শেষে চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ জারি করেন বলে জানা গেছে।

আগামী ১৮জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এর আগে বালু উত্তোলনের সাথে জড়িত চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই কুমার সাহা। ৬পাতার এই তদন্ত প্রতিবেদনে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত স্থানীয় ঠিকাদার শরিফুল ইসলাম, নাটোর জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি, বনপাড়ার ঠিকাদার আব্দুল্লাহ আল মামুন ও মোস্তফা বেপারীকে অভিযুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 BD Tribune 24
Theme Customized By Shakil IT Park