ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
ইনিংস হার এড়িয়ে সাকিব-লিটনের ব্যাটে ভর করে লিড নিয়েই লাঞ্চে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু লাঞ্চে শেষে মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন দাস ও সাকিব আল হাসান। অর্ধশতক পূরণের পরপরই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। লিটনের বিদায়ের পর লড়াই চালিয়ে যাওয়া সাকিব ফিরলেন তার অল্পক্ষণ পরেই। ফার্নান্দোর বাউন্সার খেলতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৩ রান। সাকিব করেছেন ৭১ বলে ৫৮ রান। আর ১১ বল খেলে মোসাদ্দেক হোসেনের রান ৪। তার সঙ্গে বর্তমানে ক্রিজে রয়েছেন তাইজুল ইসলাম।
মিরপুর টেস্টের শেষ দিনে জয়ের আশায় মাঠে নেমেছে শ্রীলঙ্কা। আর শুরুতেই একের পর একে উইকেট হারিয়ে বাংলাদেশ লড়ছে ম্যাচ বাঁচাতে। সাকিব ও লিটনের ব্যাটে ভর করে এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। ধুঁকতে থাকা বাংলাদেশের রান একশ পেরোয় এই জুটিতেই। আর তাতেই মিরপুর টেস্টে লিড পায় বাংলাদেশ।
আজ বাংলাদেশের আশার প্রতীক ছিল মুশফিকুর ও লিটনের জুটি। কিন্তু ৩৬ মিনিটের বেশি টেকেনি এ দুজনের প্রতিরোধ। দিনের অষ্টম ওভারে সাজঘরের পথ ধরেছেন অভিজ্ঞতম ব্যাটার মুশফিক। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কা জেঁকে বসেছিল টাইগার শিবিরে।
সূত্র: আমাদের সময়
Leave a Reply