আমাদের মিছিলে গুলি করা হয়েছে, চাপাতি দিয়ে কোপানো হয়েছে
ছবি-সংগৃহীত
বিডি.টি.নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় আজ বৃহস্পতিবার আবারও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে মিছিল করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন মিছিলে গুলি করার পাশাপাশি নেতাকর্মীদের চাপাতি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের।
ঘটনার বর্ণনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকেই হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে তারা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের শান্তি মিছিলে চাপাতি, রামদা, রড, হকিস্টিক, লাঠিসোঁটা, ইট-পাথর সহকারে হামলা করে। ’
হামলাকারীদের অনেকের মাথায় হেলমেট ছিল জানিয়ে ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘এক পর্যায়ে গুলি ছুড়ে ছাত্রলীগ। এরপর জীবন রক্ষার্থে নেতাকর্মীরা হাইকোর্ট এলাকায় অবস্থান নিলেও সেখানে ছাত্রলীগ হামলা করে।’
অনেকের মাথা হাত এবং শরীরের বিভিন্ন স্থানে চাপাতির কোপে শরীর ভাগ হয়েছে। পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো হাইকোর্ট এলাকা ঘিরে রাখায় শতাধিক ছাত্রদল নেতাকর্মী সেখানে অবরুদ্ধ অবস্থায় আছেন, বলেন আক্তার হোসেন।
কতজন আহত হয়েছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক বলেন, ৮/১০ জন নেতাকর্মীকে চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এ ছাড়াও হকিস্টিক, লাঠিসোঁটা দিয়ে বেধড়ক আঘাতে আরও ৪০/ ৫০ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর বাইরে বহু নেতাকর্মী আহত হয়েছে, যাদের খোঁজ জেনে জানাবেন বলে জানান আক্তার।
এ সময় ছাত্রলীগের উদ্দেশে ছাত্রদলের এই নেতা বলেন, ‘আমরা ছাত্রলীগকে বলব, যে সন্ত্রাসী ভাষায় ছাত্রদলের ওপর আক্রমণ করা হয়েছে-এটা গণতন্ত্রের ভাষা নয়। এখান থেকে না সরলে ক্রীয়াশীল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে এর সঠিক জবাব দেওয়ার জন্য ছাত্রদল প্রস্তুত আছে।’
সূত্র: আমাদের সময়
Leave a Reply