1. admin@bdtribune24.com : admin :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:১০ অপরাহ্ন

ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে মিথ‍্যা মামলার প্রতিবাদে বাঘায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৯১ বার পঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি ও সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে দায়েরকরা ১০ কোটি টাকার মানহানিকর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীর বাঘায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ মে) বিকেল সাড়ে ৪ টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ও স্থানীয় দৈনিকসহ ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টাল নিউজের সংবাদকর্মীরা এতে অংশ নেন।
ভোরের কাগজের বাঘা প্রতিনিধি আব্দুল হামিদ মিঞার সঞ্চালনায় ও বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ইত্তেফাকের নুরুজ্জামান, যুগান্তরের আমানুল হক আমান নয়াদিগন্তের আসলাম আলী আজকের পত্রিকার গোলাম তোফাজ্জল কবীর, কালের কন্ঠের লালন উদ্দিন, এশিয়ান টিভির আখতার রহমান, আমাদের সময়ের শাহানুর আলম বাবু , নয়া শতাব্দীর সাইদুল ইসলাম, সাপ্তাহিক ঈশ্বরদীর আবদুল কাদের নাহিদ ,এবি৭১ টিভি মোস্তাফিজুর রহমান,হাসানুজ্জআমান প্রিন্স প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিটি নির্বাচনের আগে আইওয়াশ হিসেবেই তিনি ভোরের কাগজের বিরুদ্ধে মামলা দিয়েছেন। কিন্তু মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না।এ ধরনের হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের অন্তরায়। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে আপসহীন পত্রিকা ভোরের কাগজের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। অবিলম্বে নিঃশর্ত মামলা প্রত্যাহার না করলে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা।
উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানের আগে ২০১৮ সালের ৯ জানুয়ারি মাদকবিরোধী অভিযানের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। মাদক কারবারির তালিকায় রিফাতের নাম শীর্ষে ছিল। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডারবাজির হোতা, বালু খেকো, কুুমিল্লার মাদকের গড ফাদার হিসেবে পরিচিত বলে বিভিন্ন পত্র-পত্রিকায় আগেও সংবাদ প্রকাশিত হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরেই মিথ্যা মানহানি মামলা করেছেন আরফানুল হক রিফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 BD Tribune 24
Theme Customized By Shakil IT Park