চারঘাট(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে ইয়াবা ও ফেন্সিডিলসহ মুক্তার মোল্লা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। রোববার (২২ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার ইউসুফপুর এলাকা থেকে তাকে ১১০পিস ইয়াবা ও দুই বোতল ফেন্সিডিলসহ ইউসুফপুর বিওপি’র কম্পানি কমান্ডার নায়েব সুবেদার এবিএম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। সে ইউসুফপুর পশ্চিম পাড়া এলাকার মানিক মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ইউসুফপুর (বিওপির) কম্পানি কমান্ডার নায়েব সুবেদার এবিএম মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর বাজারে অভিযান চালিয়ে মাদক কারবারি মুক্তার হোসেন কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ও দুই বোাতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহাঙ্গির হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply